বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যানজটের কপালে পড়ে যাচ্ছেন বারে বারে উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীরা। পুরসভার পক্ষ থেকে বারবার বলা হলেও , এখনো সঠিকভাবে কোন পদক্ষেপ নিতে পারেননি তারা।
কিভাবে অন্তত পরীক্ষার সময় এবং পরীক্ষা শেষ হয়ে গেলে যানজট থেকে মুক্তি পাওয়া যায় সে সমাধান বাতলে না দেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ অনেকের। ছাত্র-ছাত্রীরা নিজেরাই জানিয়েছেন আমরা অনেক সময় একা একাই যাতায়াত করি যানজটের কবলে পড়লে সমস্যা হয় আমাদেরও। বাবা মা সাথে না থাকায় অনেক সময় সমস্যা মধ্যে পড়ে যেতে হচ্ছে আমাদের। ঠিক সময় পরীক্ষা হলে ঢুকতে না পারলে বড় সমস্যা হয়ে যায়। অন্তত যে কটা দিন আমাদের পরীক্ষা চলছে সে কয়দিন একটু প্রশাসন দেখুন যাতে আমরা সঠিকভাবে পরীক্ষার হলে পৌঁছাতে পারি। না হলে আমরা প্রচন্ডভাবে সমস্যার মধ্যে পড়ে যাব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে বলে মনে করি আমরা। তাই প্রশাসনের কাছ থেকে অন্তত এইটুকু আশা করছি আমরা। অনেক ছাত্র-ছাত্রী অনেক সময় পড়তে পড়তে যান হঠাৎ করে জ্যামে আটকে গেলে বুঝতেই পারিনা আমরা কোথায় আছি , এও জানিয়েছেন তারা। যদি প্রশাসন থেকে ভালোভাবে ব্যবস্থা করা হয় যে কয়দিন পরীক্ষা আছে, একটু নিশ্চিতে পরীক্ষা দিতে পারি।। জানিয়েছেন তারা