বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে ইস্টবেঙ্গল সমর্থকেরা এক অভিনব প্রতিবাদ শুরু করলেন। আইএসএল এ তাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, এবং রেফারি জঘন্য এই নিয়ে তাদের প্রতিবাদ এক আলাদা মাত্রা নিল।
শিলিগুড়ি প্রথম যারা এই প্রতিবাদের রাস্তা ধরে নিল। সমর্থকরা জানিয়েছেন তাদের দলের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে। এত খারাপ তারা খেলছেন না, কিন্তু তাদের হারিয়ে যাওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে। এক গোলে এগিয়ে থেকেও ম্যাচ হেরে যাচ্ছেন তারা, এত রোজ সম্ভব না একদিন হলে হয়। এমনটা কেন হবে, কেন হেরে যাবে সবাই সবাই মানে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সমর্থকরা জানিয়েছেন তাদের নিজেদের মধ্যেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অন্যায় ভাবে রোজ হারবেন এটাতো তারা কিছুতেই মেনে নেবেন না। তাদের সারা পৃথিবীতে সমর্থন আছে, তারা একটা সম্মানীয় জায়গায় আছেন। তাই খেলে হেরে গেলে ক্ষতি নেই, কিন্তু অন্যায় ভাবে হেরে যাওয়া মানতে পারবেন না তারা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের ইস্টবেঙ্গল লেনে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল কেন এখনো অভিনব মাত্রা দিল।