বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ রাজ্য সরকারের সাহায্য এবং পুরসভা সহযোগিতা নিয়ে শিলিগুড়ি পুরসভার উদ্যোগে , শিলিগুড়ির সূর্যসেন পার্কে উদ্বোধন হলো নবনির্মিত পাখি ঘরের। মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো সাভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলার এরা।
এদিন মেয়র জানালেন বহুদিন ধরেই আমাদের এই পরিকল্পনা ছিল পাখি ঘরের, যেখান থেকে এই সূর্যসেন পার্কের সৌন্দর্য অনেকটাই বাড়বে বলে মনে করছি আমরা। এই পাখি ঘরে আমাদের নানা রকম নন রঙ বেরঙের পাখি আনার পরিকল্পনা আছে। তবে সময় লাগবে, ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এসে আনন্দ পাবে। পার্ক থেকে আরো সুন্দর করা একান্তই প্রয়োজন। আরো অনেক কিছু পরিকল্পনা আছে, দেখা যাক কতটা কি করতে পারি, জানালেন মেয়র গৌতম দেব। আমি নিজেও পশুপাখি প্রচন্ড ভালোবাসি, সময় পেলে এখানে আসব জানালেন মেয়র। এই পাখি ঘর দেখতে মানুষের উপস্থিতি একান্তভাবে আমরা আশা করছি। কারো সূর্যসেন পর বহু পুরনো দিনের পার্ক, আকর্ষণ বাড়ানো একান্তই প্রয়োজন। জানালেন মেয়র গৌতম দেব।