বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটার লিস্ট নিয়ে বাড়িতে বাড়িতে শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আজ সকালেই তিনি নিজের ১৫ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট নিয়ে বাড়িতে বাড়িতে যান।
ভোটারদের সাথে কথা বলেন, ডেপুটি মেয়র জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ ভুয়ো ভোটার খুঁজে বের করতে হবে। তাই আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ অনেকেরই নাম দু জায়গায় আছে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। বিধানসভা নির্বাচন তো আর বেশি দেরি নেই, তার আগে আমাদের একান্তভাবে প্রয়োজন সবকিছু সঠিকভাবে হচ্ছে কিনা সেটা একবার খুঁজে বের করা। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা করে যাব। এদিন ডেপুটি মেয়রের সাথে উপস্থিত ছিলেন, ওই ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা।