বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অবশেষে পার হয়ে গেল তিন ঘন্টা, শেষ হলো উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। বেরোচ্ছেন ছাত্র-ছাত্রীরা।
শিলিগুড়ির একটি নামে বাংলা মাধ্যম স্কুলের ছাত্রীরা জানালো পরীক্ষা তাদের ভালই হয়েছে, প্রশ্নপত্র সহজে এসেছে। তারা ধন্যবাদ জানালেন স্কুলের দিদিমণিদের, অনেক ছাত্রী জানালো দিদিমণিরা যেভাবে এই পরীক্ষার আগে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। আর মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের কোন তুলনাই হয় না, এদিন বের হবার পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা তাদের সন্তানদের কাছে চলে আসেন। তারাও জানালেন প্রথম পরীক্ষা, তাই তাদের অনেক সমস্যা ছিল। ছিল চিন্তাও, তবে এখন অনেকটাই শান্তিতে তারা, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি। নিতে বলবেন তাদের সন্তানদের।