বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বনের মধ্য দিয়ে পরীক্ষা দিতে যেতে হবে, তাই ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগতভাবে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিল বনদপ্তর। সেদিন সকালে বৈকুন্ঠপুর ফরেস্টের সামনে দুটি সরকারি বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

 

বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে , উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রচন্ড গুরুত্বপূর্ণ , তাই তাদের যাতে কোন সমস্যা তৈরি না হয় তার জন্য উদ্যোগ নিয়েছিল বনদপ্তর। তারা এও জানিয়েছে শুধুমাত্র আজকের জন্য নয় , যতদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে , ততদিনই এই উদ্যোগ না হবে। বনদপ্তরের তরফ থেকে এদিন পরীক্ষা কেন্দ্রে যাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে জলপেন এবং বিস্কুট তুলে দেওয়া হয়। শুভেচ্ছা জানিয়ে বাসগুলি রওনা করিয়ে দেন বনদপ্তরের কর্তারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *