বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির মতো জলপাইগুড়িতেও , শিব রাত্রিতে বাড়ছে মানুষের ঢল। জলপাইগুড়ি শহরের প্রতিটি মন্দিরে মন্দিরে আজ সকাল থেকেই অল্প অল্প করে মানুষ আসতে শুরু করেন শিবের মাথায় জল ঢালার জন্য।
প্রত্যেকেই মহাদেবকে সন্তুষ্ট করতে চান। ভক্তদের বিশ্বাস মহাদেব অল্পতেই বিশ্বাসী, সুন্দরভাবে নিয়ম করে মহাদেবের মাথায় জল ঢালতে পারলেই , সকল ইচ্ছা পূরণ হবে তাদের , এই বিশ্বাস আছে ভক্তদের। আজ গোটা দিনই মানুষ পাচ্ছেন শিব ঠাকুরের মাথায় জল ঢালা সুযোগ। জলপাইগুড়ির যোগ মায়া কালিবাড়ি, এবং অন্যান্য কালীবাড়িতে আজ সকাল থেকেই মানুষের ভিড় উপচে পড়ছে। গতকাল থেকেই , ধুতরা ফুল, আকন্দ ফুল এবং বেল এর দাম অনেকটাই বেড়েছে। মানুষ ও কিনে চলেছেন। মানুষের ইচ্ছা, শিব ঠাকুরের মাথায় জল ঢালার পুন্য লাভ করার। জলপাইগুড়িতে এমনিতেই অনেক মন্দির আছে, যেখানে সকাল থেকেই মানুষের ভিড় দেখবার মতন। সবকিছু সাজিয়ে, মহিলারাও চলে আসছেন শিবের মাথায় জল ঢালতে।