বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ মহা শিবরাত্রি, সারা বাংলার মধ্যে আজ শিলিগুড়িতেও পালন করা হচ্ছে শিবরাত্রি। শহর শিলিগুড়ি সব মন্দিরে মন্দিরে শিবরাত্রি উপলক্ষে আজ সকাল থেকেই চলছে বিভিন্ন রকমের আয়োজন।
মহাদেবের আরাধনায় ব্যস্ত হয়ে গেছেন আবাল বৃদ্ধ বনিতা। মন্দিরগুলি গত দুদিন ধরে সেজে উঠেছে অনেকটা। শিবের আরাধনা তে কেউ ত্রুটি রাখবেন না। শিব ঠাকুর সহজে সবকিছু মেনে নেন। তাকে একবার সন্তুষ্ট করতে পারলে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে। শিব ঠাকুরের আরাধনা করলে বাধা বিপত্তি তো আসেই না ভালো দিন আসে। শিবের আরাধনা করলে জগতে আর কিছু সমস্যা থাকে না। শিলিগুড়ির বড় বড় মন্দির গুলিতে এদিন সকাল থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন আয়োজন।