বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: ছাব্বিশে বাংলায় মেগা নির্বাচন তার আগে কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার রাজ্যসহ হুগলি জেলা বিজেপি ।

 

কয়েকদিন আগে বিজেপির হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিসে মন্ডল সভাপতি নির্বাচনে জেলা সভাপতির পক্ষপাতিত্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে জেলা দপ্তরে তালা ঝুলিয়েছিল শ্রীরামপুর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর গোষ্ঠীর লোকজন । তারা অভিযোগ তুলেছিলেন জেলা বিজেপি সভাপতি মোহন আদক তার পছন্দের লোকজনদের মন্ডল সভাপতি হিসেবে নির্বাচন করছেন। এবং বিগত লোকসভা নির্বাচনে লোকসভা কমিটিতে লোকসভা নির্বাচনে প্রার্থী কবীর শঙ্কর বসুকে ষড়যন্ত্র করে লোকসভা কমিটিতে রাখেনি । এবং জেলা সভাপতি মোহন আদক দুর্নীতিগ্রস্ত । এইসব অভিযোগ তুলে সেদিন বিজেপি দপ্তরে তালা ঝুলিয়েছিল কবীর শংকর বসুর লোকজনরা । পাল্টা রাজ্য কমিটিতে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি জেলা প্রেসিডেন্ট । সেই অভিযোগের ভিত্তিতেই এবার বিজেপি রাজ্য কমিটি সাসপেন্ড করলো পাঁচজনকে । যদিও এই সিদ্ধান্ত মানতে রাজি নয় কবির শঙ্কর বসুর লোকজনেরা । তবে রাজনৈতিক মহলে, জল্পনা ২৬ এর নির্বাচনের আগে এই বিজেপি রাজ্য কমিটির এই পদক্ষেপ হুগলি জেলা বিজেপিতে গোষ্ঠীদন্দ আরও প্রবল করে তুলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *