বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিবরাত্রি উপলক্ষ্যে জল্পেশ মন্দিরের মতো জোর প্রস্তুতি শুরু হয়েছে ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দিরেও । গত কয়েক বছরে জটিলেশ্বর মন্দিরেও পুণ্যার্থীর ব্যাপক ঢল নামে।

 

তাই এবছর প্রশাসনের তরফ থেকেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হচ্ছে না।’
কয়েক বছর আগে ‘ডুয়ার্স মেগা ট্যুরিজম’ প্রকল্পের অধীনে জটিলেশ্বর মন্দিরের পুরোনো কাঠামো অক্ষত রেখেই কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকের প্রায় আড়াই কোটি টাকা আর্থিক সহযোগিতায় রাজ্য সরকারের তত্ত্বাবধানে জটিলেশ্বর মন্দির চত্বর ঢেলে সাজানো হয়। এরপর থেকে জটিলেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের সমাগম শুরু হয়ে যায়। মানুষের মনের বিশ্বাস এই মন্দিরে এসে ভগবান শিবের আরাধনা করলে সব আশা পূর্ণ হয়। তাই বছরের পর বছর ভিড় বাড়ছে এই মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *