বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেষ হলো মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা, পাঁচ মিনিট আগে পরীক্ষা শেষ হওয়ার পরে ছাত্র-ছাত্রীরা দেখা গেল খুশিমনেই বেরোচ্ছেন।
শিলিগুড়ি বেশ কয়েকটি স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা বেরিয়ে হাসিমুখে উত্তর দিলেন প্রশ্নপত্র ভালই হয়েছে, কমন এসেছে যেটা পড়ে গেছি সেটাই এসেছে। চিন্তার কোন কারণ নেই, পরিশ্রম করে রাত জেগে পড়াশোনা করা সার্থক হয়েছে বলে জানালেন ছাত্র-ছাত্রীরা। খুশি তাদের অভিভাবকেরাও, তারাও জানালেন গত তিন মাস ধরে তারাও কম পরিশ্রম করে চলেছেন না, আজকে তাদের সন্তানেরা যখন হাসিমুখে বেরিয়ে তাদের কাছে এসে বলছেন পরীক্ষা ভালো হয়েছে, তাদের থেকে সুখী আর কে হতে পারে? খুশি শিক্ষকেরাও তারাও জানালেন আমরা খুশি, কারন আমাদের ছেলেরাও তো অন্য জায়গায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যে যে স্কুলেরই হোক না কেন, যদি শোনা যায় পরীক্ষা ভালো হয়েছে শুনতে ভালই লাগে। ছাত্র-ছাত্রীরা আমাদের সন্তানসম, ওদের ভালোতেই তো আমাদের ভালো লুকিয়ে আছে। কারণ ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ।