বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি শহরে এবং গোটা বাংলা জুড়ে। ছোটদের উৎসাহ বেড়েছে এবার। শিলিগুড়ি বিভিন্ন স্কুলে স্কুলে বাণী বন্দনা এবার বেড়েছে অনেকটাই। ছোটদের মধ্যে উৎসাহ থাকলে বড়রা কি করবে সেটাও বড় ব্যাপার হয়ে থাকে। তবে সরস্বতী পূজা মূলত ছোটদের পুজো।
তাই ছোটদের আরম্ভর অনেকটাই বেশি বড়দের চাইতে। গোটা শহর শিলিগুড়িতে ছোটদের আরম্ভর অনেকটাই বেশি। সকাল থেকে উপস্থিত থাকা থেকে আরম্ভ করে সবকিছুই তৈরি করে ছোটরা। এবারে যেটা পেয়েছে অনেকটাই। ছোটদের থেকে বড়দের সবারই এবারে সরস্বতী পূজার জন্য একটা আলাদা ব্যস্ততা আছে। শিলিগুড়িতে এবার পুজোর সংখ্যা বেড়েছে অনেকটাই। হাতে বেড়েছে ছোটদের পুজো।