বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ীর মাজাবাড়ি এলাকাতে রাতের বেলায় সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে।
জানা গিয়েছে, গতকাল মাঝাবাড়ি এলাকার বাসিন্দারা সরস্বতী পুজোর আয়োজন করে। রীতি মেনে পুজো সম্পন্ন হয়।রাতে সকলে বাড়ি চলে যায়।এরপর এলাকারই কিছু যুবক সেখানে মদ্যপান করে।নেশাগ্রস্ত অবস্থায় অমর দাস নামে এলাকারই এক যুবক মন্ডপ থেকে সরস্বতী মূর্তি তুলে নিয়ে যায়।সেইসময় বাসিন্দারা দেখে ফেললে তাকে আটকাতে গেলে পাল্টা বাড়িতে ঢিল ছুড়ে, মন্ডপের লাইট ছিঁড়ে দেয় বলে অভিযোগ।অকথ্য ভাষায় গালিগালাজও করে।সরস্বতী মূর্তিটি বাড়িতে নিয়ে চলে যায় সেই যুবক।
ঘটনার পর সোমবার সকালে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন বাসিন্দারা।সেই অভিযোগের ভিত্তিতে যুবকের বাড়িতে যায় পুলিশ।মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া যায়।অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। কিভাবে একটা পুজোর প্যান্ডেল থেকে ঠাকুরের মূর্তি নিয়ে চলে গেল মদ্যপ যুবকেরা এটা নিয়ে বিস্ময় ছড়িয়েছে গোটা এলাকার মানুষের মনে। অনেকেই জানিয়েছেন এইভাবে মূর্তি নিয়ে যাওয়াকে মেনে নিতে পারছেন না কেউই। দোষীদের শাস্তির দাবি করছেন তারা।