বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সব খেলার সেরা তুমি বাঙালি তুমি ফুটবল,এ বার এই ফুটবল গ্রাউন্ডেই।
একের পর এক খাদ্য গোল দিতে শহরের নামিদামি রেস্তোরাঁ চেইন গুলি এবার উপস্থিত থাকতে চলেছে কাঁকুড়গাছি চলন্তিকা গ্রাউন্ডে।। আজ ৩০ শে জানুয়ারি থেকে ২ রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই খাদ্য মেলা।।
সর্ববৃহৎ এই খাদ্য মেলার কারিগর তথা *ওয়াম্যান্টিক ইভেন্টস*এর কর্ণধার কুন্তল বোস জানান, মূলত এই খাদ্য মেলায় খাদ্যের সম্ভারে হাজির থাকবে আমিনিয়া, সাবির বিরিয়ানি, কে এফ সি, এইচ এফ সি, আউধ , জাস্ট বেকড, ওয়াও মোমো , ওয়াও চিকেন, পিজ্জা হাট, এই ধরনের নামিদামি রেস্তোরাঁ।।
এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে, ভিন্ন স্বাদের নৃত্য প্রদর্শন, খুদেদের নিয়ে ফ্যাশন ড্রেস প্রতিযোগিতা, প্রায় ১৫০ জন কচি কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা।।
এছাড়াও জি বাংলা ও স্টার জলসার খ্যাতনামা শিল্পীদের নিয়ে এক দারুন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে চলন্তিকা গ্রাউন্ডে।। আর কানের শ্রুতি মধুরতা বাড়ানোর জন্য অতি অবশ্যই সংগীতানুষ্ঠানের জাঁকজমকতা থাকছে।
তবে অতি অবশ্যই, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেকোনো জুটির জন্য রয়েছে আকর্ষণীয় কিছু খেলা, এবং ম্যাজিক শো।।
তাই সমস্তটা উপভোগ করা নিয়ে আশাবাদী কর্ণধার স্বয়ং।।