বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত ২৪ তারিখ থেকে চলছে ” দুয়ারে সরকার”। চলবে আগামী এক তারিখ পর্যন্ত। এবারের দুয়ারে সরকারের মূল আকর্ষণ হল লক্ষীর ভান্ডার।
যেটা পেতে ভিড় উপচে পড়েছে , গত কয়েকদিন ধরে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডের মহিলা কর্মীরা পরিষেবা দিয়ে চলেছেন সাধারণ মানুষকে। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত , জানালেন গত ২৪ তারিখ থেকে চলছে দুয়ারে সরকার পরিষেবা, চলবে ১ তারিখ পর্যন্ত মানুষ আসছেন আমার বাড়িতে পরিষেবা পেতে। অনেক কিছু তৈরি করে তবেই আবেদনপত্র জমা দিতে হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, আমি আমার কর্মীদের বলে দিয়েছি, আবেদনপত্র যতটা সম্ভব জানো সঠিক থাকে। কোন সমস্যা যাতে তৈরি না হয়, কারণ মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা একটাই যাতে মানুষ সুযোগ-সুবিধা গুলি পায়। বিশেষ করে যারা একেবারেই দুস্থ তাদের জন্য। আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড চেষ্টা করছি, জানালেন কাউন্সিলর এবং এমএমআইসি শ্রাবণী দত্ত। তিনি আরো জানালেন আমার দরকার মানুষকে পরিষেবা দেওয়া, সেটা যেভাবেই হোক আমি করব,। জানালেন তিনি। আগামী এক তারিখ পর্যন্ত শিবিরের কাজ। আর সেই দিক থেকে দেখতে গেলে, এটা আমাদের কাছে এক বিশাল দায়িত্ব জানালেন শ্রাবণী দত্ত।