বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হেলমেট পরিয়ে সচেতন করানো হল মানুষকে। আজ সকালে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে, পথচারীদের সতর্ক করে হেলমেট পড়ানোর ব্যাপারে পরামর্শ দেওয়া হলো।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অনেকেই নিয়ম মানে না , ফলে দুর্ঘটনার কবলে পড়েন, তাই আমাদের তরফ থেকে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। আমরা চেষ্টা করি মানুষকে সচেতন করে রাখতে, আমাদের তরফ থেকে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি। মানুষকে সচেতন করতে, সচেতন করা দরকার। বিশেষ করে আগামী প্রজন্ম একেবারে উদাস , হেলমেটের ব্যাপারে তাই আমরা চেষ্টা করি, এভাবেই হোক তবু রক্ষা পাক সবাই। এই প্রতিষ্ঠটাই আমাদের আন্তরিক। বহু মানুষের কাকে এই বারটাই আমরা পৌঁছে দিতে চাই আপনারা সবাই হেলমেট পড়ে চলাফেরা করুন। তবেই সচেতন হবে সবাই।