বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায় , তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে আসলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
তার বাড়িতে গিয়ে, কার পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক শংকর ঘোষ। বিধায়ক জানালেন এটা আমাদের উত্তরবঙ্গ বাসীদের কাছে রীতিমত গর্বের বিষয় , আমরা এই যে এমন একজনকে পেলাম যিনি আমাদের গর্বিত করলেন, আমরা উত্তর বঙ্গবাসীরা গর্ববোধ করলাম এই এমন একজনের জন্য যিনি তার মাধ্যম দিয়ে ওটা বাংলাকে গর্বিত করলেন। বিধায়ক তার কাছে গিয়ে তাকে জানতে চান, আর কোন সমস্যা আছে কিনা, এবং কোন দরকার হলে তিনি যেন তাকে ফোন করে ন শুভেচ্ছা জানান তাকে। বিধায়ক আরো জানালেন যখনই শুনেছি উনি পদ্যশ্রী পাচ্ছেন ছুটে গেলাম তার কাছে। অভিনন্দন জানালাম। সত্যি এটা গর্ব করার মত। আমাদের উত্তরবঙ্গ থেকে কেউ গর্ব করার মতো পুরস্কার পেলেন। মাথায় রাখবো সারা জীবন , জানালেন বিধায়ক।