বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহাকুম্ভ স্নান করতে গিয়ে আজ গুরুতর আহত হয়েছেন শিলিগুড়ির এক বাসিন্দা। তিনি শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
তিনি সকালে ফোন করায় অবশ্য কিছুটা হলেও দুশ্চিন্তা কমেছে তার পরিবারের। ওই ব্যক্তি নাম উজ্জ্বল রায় সব বন্ধুদের সাথে গিয়েছিলেন মহাকুম্ভে স্নান করতে। পদপৃষ্ঠ হওয়ার ঘটনা দেখে তার বন্ধুরা তাকে বের করতে পারেননি। তিনি নিজেই গুরুতর অবস্থায় তার বাড়িতে ফোন করেন। তার বড় ছেলে এবং বড় বউ আজকে বিকেলে গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তবে দুশ্চিন্তায় আছে তার পরিবার। তুমি ফোন করে সংশয় কাটালেও তার পরিবার থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে ততক্ষন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না