বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঠিক দশদিন আগে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন। পরে দেখা গেল পায়ের নিচে আঘাত রয়েছে। তবে সেই আঘাতকে তোয়াক্কা না করে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং এমএমআইসি শ্রাবণী দত্ত।
তিনি জানালেন বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রকল্প ” দুয়ারে সরকার” চলছে । তাই মানুষের প্রয়োজনকে আমার আঘাতের উপরেই রাখলাম। আমার চোট আঘাত যাতে মানুষের মধ্যে সমস্যা তৈরি করতে না পারে আপাতত বাড়িতে বসেই প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যাচ্ছি। দুয়ারে সরকার চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানুষের ভিড় তার বাড়িতে, তিনি জানালেন দায়িত্ব নিয়েছে যখন মানুষের সেবার সেটা তো আমাকে পালন করতেই হবে। আমি অসুস্থ, যন্ত্রণা কাতর যতই হই না কেন সেটা মানুষের প্রয়োজনের থেকে কোনোভাবেই বড় নয়, জানালেন কাউন্সিলর শ্রাবণী দত্ত। এই যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে লক্ষীর ভান্ডার, বয়স্কদের পেনশন, এবং অন্যান্য ভাতার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এর প্রয়োজন। আমি সেটা ঘরে বসে চেষ্টা করছি দিয়ে যেতে। আমার যা আঘাত সিঁড়ি দিয়ে নামতে পারবো না, ডাক্তার বলেছেন ৪২ দিন কমপক্ষে বিশ্রাম নিতে। তাই সিদ্ধান্ত নিয়েছি ঘরে বসেই মানুষকে পরিষেবা দেবো। আমার নিজস্ব অফিস আছে, তবে আমি জানিয়ে দিয়েছি সবাই ঘরে আসুন, আমি সবকিছু দিয়ে দেব। যন্ত্রণা নিয়েও কিভাবে তিনি কাজ করে যাচ্ছেন? শ্রাবণী দত্ত জানালেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি, তার পথেই চলি, তাই কোন অসুবিধা হয় না। আর মানুষের কাজ করতে গেলে, অথবা মানুষকে পরিষেবা দিতে গেলে এইটুকু তো করতেই হবে অকপট শ্রাবণী দত্ত। তিনি আরো জানালেন , আমার কাজ আমি করে যাব , সমস্যা হবে না। আমি মুখ্যমন্ত্রীর আদর্শ নিয়ে চলি। তার মতো যদি চলতে পারি , এটাই চরম এবং পরম সৌভাগ্য আমার, মানুষের সেবা করা, এবং মানুষকে পরিষেবা দেওয়া আমার ব্রত আর এটাই আমি করে যাব। জানালেন শ্রাবণী দত্ত।