বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফেরার পথে বিকল হয়ে গেল ইঞ্জিন, আটকে গেল দার্জিলিং মেল, শিয়ালদা হলদিবাড়ি ডাউন দার্জিলিং মেল আটকে গেল রাস্তায়, শীতের রাতে ভোগান্তি বাড়ল যাত্রীদের।
রাতে ইঞ্জিন বিকল হয়েছিল, তারপর একবার ঠিক হয়ে যাবার পর আবার চলতে শুরু করে তারপরে আবার খারাপ হয়ে যায়। সমস্যায় পড়ে যান যাত্রীরা, শীতের রাতে সবাই চাচ্ছিলেন যেভাবেই হোক পৌঁছে নিজেদের গন্তব্যস্থলে চলে যাওয়া, সেটা না হওয়ায় চরম সমস্যার মধ্য দিয়ে পড়তে হয় যাত্রীদের। এরমধ্যে জল শেষ হয়ে যাওয়ায়, আরো সমস্যা দেখা যায়। যাত্রীদের অনেকেই জানিয়েছেন সমস্যা তৈরি হওয়ায় তারা প্রথমে গার্ডের কাছে যান, গার্ড বলেন অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে, তারপরেও সমস্যা না ক্ষোভ দেখান যাত্রীরা। অনেকেই জানিয়েছেন শীতের রাতে বিভিন্ন সমস্যা হয় ট্রেনের, অথচ সেদিকে কোন হোল দল নেই রেল কর্তৃপক্ষের। রাতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায়, মাঝ রাস্তা আটকে যায় দার্জিলিং মেল, অন্ধকার জায়গায় কোন ধরনের সমস্যা হলে কি করবেন সেটাও বুঝতে পারছিলেন না যাত্রীরা। অবশেষে আলুয়াবাড়ী এসে কিছুটা মেটে ইঞ্জিনের সমস্যা। জানা গেছে এনজিপিতে প্রায় দু’ঘণ্টার উপরেও বেশি সময় লেট করে পৌঁছায় উত্তরবঙ্গের দার্জিলিং মেল।