বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অন্যান্য জায়গার মতন, শিলিগুড়ি স্টুডেন্ট হেলথ হোমেও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস পালন করা হলো। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করলেন স্টুডেন্ট হেলথ হোমের সদস্য এবং উপস্থিত থাকা স্কুলের ছাত্র-ছাত্রীরা।
স্টুডেন্ট হেলথ হোমের তরফ থেকে দেবাশীষ ভট্টাচার্য জানালেন আমাদের বীর সেনা নায়ক এবং বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮ তম জন্ম দিবস উপলক্ষে শিলিগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের তরফ থেকে আমাদের এই বীর সেনা নায়কের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো। তার কাজ এবং তার কথা আমাদের কাছে এক কাব্যের মতো। তিনি তার ত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার জন্য শপথ করে স্বাধীনতা অর্জন করিয়ে দিয়ে গেছেন। আমরা খুব ভাগ্যবান তার এই জন্মদিন আমরা পালন করতে পারছি।