বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, এই উপলক্ষে সারা দেশের সাথে উত্তরবঙ্গে করা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
বিশেষ করে স্পর্শকাতর এলাকা গুলিতে, রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং মার্কেট সংলগ্ন এলাকায় স্নিফার ডগ দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটার জন্য করা পুলিশি টহলদারি ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা, ব্যবস্থা রাখা হয়েছে আলিপুরদুয়ার রেল স্টেশন, কোচবিহারের স্টেশন, বালুরঘাট স্টেশন, টাউন স্টেশন এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে। সর্বত্রই মোতায়েন রাখা হয়েছে আরপিএফ এবং পুলিশ। আগামীকাল যাতে কোন রকমের নাশকতামূলক ঘটনা না ঘটে, সেটা দেখতে এগিয়ে এসেছে আরপিএফ এবং, রেলের প্রটেকশন ফোর্স। এছাড়া তো পুলিশ আছেই। পতাকা উত্তোলনের সময়, এবং তারপরে যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে সেটাও দেখছে স্থানীয় প্রশাসন। যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের, নাশকতার খবর পাওয়া যাচ্ছে না, তবুও সাবধানতা অবলম্বন করেই আগামীকাল ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চাইছে স্থানীয় প্রশাসন।