বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নেতাজির ১২৮ তম জন্মদিনে আজ সকালে শিলিগুড়ির এস এফ রোডে গাছের মধ্যে রাখি বাঁধলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বহুদিন ধরে তিনি প্রতিবাদ করে আসছিলেন, আগে থেকে জানিয়েছিলেন আজকে তিনি তার প্রতিবাদ তুলে ধরবেন।
তিনি জানালেন গাছ কাটা এক অপরাধ, আমি সব সময় চাইছি গাছের রক্ষা, গাছ বেঁচে থাকলে আমরাও ঠিক থাকবো। আমি আজকে থেকেই না, আমি নিজের তীব্র বিরোধী গাছ কাটার জন্য। যেভাবে গাছ কেটে খেলা হচ্ছে দিনের পর দিন এটা কোনভাবেই কাম্য নয়। কত মানুষ আছেন গাছের ছায়ায় বসে নিজের জীবনে এগিয়ে নিয়ে যান। বিশ্রাম করেন, চিন্তা করেন, আহার করেন তাই গাছ কেটে ফেলা কে আমি অপরাধ বলেই মনে করি। আজকের এই বিশেষ দিনটিতে বিশেষভাবে প্রতিবাদ করে আমি বিশেষ কিছু জানালাম। জানালেন বিধায়ক শংকর ঘোষ।