বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হঠাৎ যেন অন্য রূপ নিল আবহাওয়া, ২৩ শে জানুয়ারি সকাল থেকে ঘন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডায় যেন আচ্ছন্ন হয়ে গেল গোটা শহর শিলিগুড়ি। এমনিতেই আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছিল এই দেশের বীর সেনা নায়কের জন্মদিন।
কিন্তু আবহাওয়া যেন এক অন্য রূপ নিয়েছে, প্রচন্ড কুয়াশা এবং কনকনে ঠান্ডায় কাবু করে দিল গোটা শহর শিলিগুড়ির মানুষকেই। এক ধাক্কায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেল। যেটার জন্য কোনভাবেই প্রস্তুত ছিল না শিলিগুড়ি শহর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসজ জুড়ে যখন ঠান্ডা নেই বলেই হাঁ হুতাট করছেন মানুষ, যখনই সকলকে চমকে দিয়ে পরিবর্তন হলো আবহাওয়া। যেখানে একটাতেই চলে যাচ্ছিল, সেখানে তিনটে চারটে গরম জামা কাপড় চাপিয়ে মানুষ যেদিন রাস্তায় বেরিয়েছেন।