বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্ম দিবস পালন এবং সরকারি পরিষেবা অনুষ্ঠান এর সূচনা করলেন। এদের শঙ্খ ধ্বনি বাজিয়ে , নেতাজির জন্মদিন পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আলিপুরদুয়ারের বিভিন্ন সরকারি প্রকল্পের সূচনা করে জানালেন, অনেক মানুষ জানেই না কিভাবে সরকারি পরিষেবা পেতে হয়।
এই এটা দেখতে হবে আমাদের কর্মীদের। মানুষ পরিষেবা পাবে এটাই তো আমি চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন নেতাজি সুভাষচন্দ্র কে স্মরণ করে জানালেন তার মত বীর দেশ প্রেমিক শুধুমাত্র ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কম আছে। তিনি তার আদর্শের অনুপ্রাণিত করেছিলেন গোটা বিশ্বের মানুষকে। তার সাহস তার বুদ্ধি এবং তার চিন্তা ভাবনা দেখবার মত। আজকের তার জন্মদিন আমাদের একটাই করণীয় কার জন্মদিন পালন করে তার কথাগুলো মনে রেখে কাজ করে যাওয়া। তবেই সার্থক হবে আমাদের এই দেশ নায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন উত্তরবঙ্গে কাজের সুযোগ অনেক আছে। কিন্তু সেগুলো আমাদের জানতে হবে এবং চিনতে হবে। তবেই সাফল্য আসবে। জানিয়ে দিলেন তিনি।