বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীতকালে বরাবরই চাহিদা থাকে বাসের টিকিট এর, আর এবারও তার ব্যাতিক্রম নয়। শিলিগুড়ির এন বি এস টি সি বাসস্ট্যান্ডে , টিকিটের জন্য হাহাকার। শুধু পাহাড় নয়, কুচবিহার এবং বালুরঘাটে যাওয়ার জন্য মানুষের টিকিটের চাহিদা আছে।
জানা গেছে শীতকাল হলেই উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা বেড়ে যায় প্রায় তিন গুন আর সেটাই এবার বেড়ে দাঁড়িয়েছে পাঁচ গুণ, তাই আবার নতুন করে সেজে উঠেছে এন বি এস টি সি। যাত্রীদের বিশেষ করে পর্যটকদের যাতে কোনভাবেই কোন ধরনের বাধা-বিপত্তি বা অসুবিধার মধ্যে পড়তে না হয় এদিক ও দৃষ্টি রাখছে তারা। সাজিয়ে তোলা হচ্ছে বাসগুলিকে, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বাস স্ট্যানগুলিকে এবং বাসগুলিকে। এনবিএসটিসিরা কর্তা জানালেন এবারে সম্পূর্ণ পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। যাতে বাস জনপ্রিয় হয়ে পর্যটকদের মধ্য। নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে আমাদের কাছে রেকর্ড পরিমাণে পর্যটকদের খবর এসেছে। এতেই উৎসাহ বেড়েছে আমাদের। আমরা তাই চাইছি আরো বেশি পরিমাণে পর্যটক আসুক। দেখা যাক তারপরে কি হয়, জানালেন তিনি।