বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অত্যাচারীর শাস্তি হবে, এটাই তো দরকার । কিন্তু এ বিচার কি ঠিক হলো? ঠিক হলো না, সর্বোচ্চ শাস্তি পাওয়া দরকার ছিল।
যেখানে সারা বাংলা জুড়ে শুধু সারা বাংলা জুড়েই নয়, ছাড়া পৃথিবীজুড়ে প্রতিবাদ হলো, এমনকি বিদেশ থেকেও প্রতিবাদের ঝড় আসলো, সেখানে এই সাজা? আমাদের কাছে একটু আশ্চর্য লাগছে। বিধায়ক শংকর ঘোষ আর ও জানালেন, নির্যাতিতা যেভাবে নির্যাতিত হয়ে চলে গেল, ওর বাবা-মা কিভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করলো, সেটা আমরা সবাই জানি। আর ওরা বিনিময়ে চাইছিল, একটু শান্তি। আর যা বিচার হলো, এটা মানা যায় না। সাংবাদিকদের শঙ্কর ঘোষ আরও জানান, এত দ্রুত এই মামলার নিষ্পত্তি হওয়ার সাথে সাথে, এটা দরকার ছিল, যাতে এই মামলা সঠিক বিচার হয়। এই মামলার যদি সঠিক বিচার হতো, তবে কিন্তু অপরাধীরা কিছুটা হলেও সতর্ক হত। সমাজ কলুষিত হওয়ার থেকে কিছুটা হলেও মুক্তি পেত, তা কিন্তু হলো না। তাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটুকুই বলতে পারি, আমি খুশি নই। বিচার ব্যবস্থা উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আর তার জন্য সঠিক বিচার হওয়াই প্রয়োজন। জানালেন বিধায়ক শংকর ঘোষ।