বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাঁশবেড়িয়া ধোপাঘাটে মাঝ গঙ্গায় বাংলাদেশি বার্জ বিকল হয়ে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ ওই বার্জ নিয়ে তত্ত্ব তলাস করতে গিয়ে অবৈধ কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে,।
বাংলাদেশ থেকে জল পথে হুগলি জেলার ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্লান্ট থেকে ছাই নিতে এসেছিলো ফেরার পথে বাঁশবেড়িয়া ধোপা ঘাট এলাকার মাঝ গঙ্গায় সেটি বিকল হয়ে যায় ,বার্জের নিচে ফুটো হয়ে যাওয়ার কারণে জল ঢুকে যাওয়ায় একশো টন ছাই তলিয়ে যায় ,বার্জের চালক সহ সকলে নিরাপদে আছেন বলে জানা যায়, ইতিমধ্যেই সন্দেশ খালি থেকে বার্জ সাড়াই করা কারিগর এসেছে,গঙ্গায় হেলে পড়া বার্জ দেখতে দু পাড়ে মানুষ ভিড় জমিয়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো।