বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়িতে ট্যাবের টাকা পেয়েও, ট্যাব কেনেননি ৪২ জন পড়ুয়া। এদের মধ্যে ১১ জন শিলিগুড়ি নরসিংহ বিদ্যাপীঠের ছাত্র, অন্যান্য ৩১ জন শিলিগুড়িতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে।
ট্যাব পাওয়ার পর থেকেই এরা স্কুল মুখী হননি বলে অভিযোগ,। স্কুলকর্তৃপক্ষকে জানানো হলে তারা জানিয়েছে, ছুটি থাকায় খোঁজ নেওয়া যায়নি এখনো তবে খোঁজ নেওয়ার চেষ্টা চলছে, তবে এটাও দেখতে হবে কি হয়েছে আসলে? যারা এইসব স্কুলে পড়াশোনা করেন তাদের আর্থিক অবস্থা একেবারেই ভালো না, ট্যাবের টাকা পাওয়ার পর বাড়ির কোন চাপেই কি তারা ট্যাব কেনেননি, না, নিজেরাই টাকা পেয়ে অন্যান্য জায়গায় খরচ করেছেন। সামনেই উচ্চমাধ্যমিকে টেস্ট পরীক্ষা আর তার আগে , এই খবর নিঃসন্দেহে চিন্তা দায়ক। তবে চেষ্টা করা হচ্ছে আসল সত্যটা কি সেটা জানতে। ট্যাবের টাকা পেয়ে আর কোন কোন স্কুল এর ছাত্র ছাত্রীরা এই ঘটনা ঘটিয়েছে সেটা জানবারও চেষ্টা করা হচ্ছে। তবে শিলিগুড়ির এই ঘটনা চারিদিকে প্রকাশিত হয়ে যাওয়ার পরে ওটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত ওই 42 জন পড়ুয়ার অভিভাবকের সাথে কথা বলা হয়নি, কথা বললেই আসল সত্যটা কি জানা যাবে , মনে করছে সবাই।