বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সিকিমে কালো তুষার বিপাকে ফেলে দিল পর্যটকদের। স্থানীয় সিকিম প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোনভাবেই আর চলাচল করা যাবে না যে যে জায়গায় ব্ল্যাক আইস পড়ছে সেই সব জায়গায়।
কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন, বলা হয়েছে সিকিম সরকার আগের থেকে পর্যটকদের নিরাপত্তা তৈরি করে রাখতে চায়। ফলে যেখানে যেখানে ব্ল্যাক আইস পরছে সেখানে সেখানে পর্যটকদের কঠোরভাবে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পর্যটক রা এরমধ্যে বিপাকে পড়ে গেছেন। কারণ ইতিমধ্যে তারা সিকিমে পৌঁছে গেছেন , এবং কোনভাবেই যাতে তাদের মধ্যে কোন সমস্যা তৈরি না হয় তার জন্য সিকিম সরকার আগের থেকেই এই ব্যবস্থা মিথ্যে বলে জানা গেছে। যে যে জায়গায় ব্ল্যাক আইস পড়ে গেছে সেই সব জায়গায় ঠান্ডা আরো তিনগুণ বেড়ে গেছে , দাবী সিকিম প্রশাসনের। এরপরেও যদি সব জায়গায় ব্ল্যাক আইস পরে তবে তার জন্য করা ব্যবস্থা নেওয়া যাবে না, তবে যারা যারা এর মধ্যেও ঢুকে গেছেন তাদের আবার ফিরিয়ে আনার জন্য তৈরি হচ্ছে সিকিমের সেনাবাহিনী। সব মিলিয়ে ব্ল্যাক আইস অথবা কালো বরফ পর্যটন ব্যবসাকে অনেকটাই শিখিয়ে দিচ্ছে বলে মনে করছেন অনেকে।