বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ির এস এফ রোডে, অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে কুড়ি থেকে ২৫ টি গাছ। বেশ কয়েকদিন ধরেই বা বলা যেতে পারে বেশ কয়েক মাস ধরে, বাসিন্দারা প্রতিবাদ করে আসছিলেন, গাছ কাটা নিয়ে তারা ক্ষোভও জানিয়েছিলেন।
আজ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নিজের স্থান পরিদর্শন করে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শিলিগুড়ি পুরসভার প্রতি। তিনি জানালেন কোন প্রয়োজনে এতগুলি গাছ কেটে ফেলা হলো? জানাতে হবে পুরসভা কে। এই গাছগুলি নিচে গরমের সময় বহু মানুষ আশ্রয় নিয়ে থাকেন, শিলিগুড়িতে আজকাল প্রচন্ড গরম পড়ে, অনেক সময় কলকাতা কেউ ছাড়িয়ে যায়, সেই সময় মানুষ আশ্রয় নেয় এই গাছগুলোর নিচে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দেন তারা। কিন্তু পুরসভা সেটা দেখলো না, গাছ কেটে ফেললো। এখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, আজকে আমি এসে বুঝতে পারলাম ঠিক কি কি হয়েছে? আমি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে চাই, জানালেন বিধায়ক শংকর ঘোষ। তিনি জানালেন, গাছের মতো বন্ধু পৃথিবীতে আর কেউ নেই, তাই জবাব দিতে হবে পুরসভা কে, কেন গাছ কেটে ফেলা হলো?