বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ” সবুজ সাথী ” সাইকেল বিতরণ করা হলো শিলিগুড়ি তিনটি স্কুলে। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এমএমআইসি তথা কাউন্সিলর শ্রাবণী দত্ত।
এদিন মেয়র জানালেন মুখ্যমন্ত্রী কতখানি চিন্তা করেন আমাদের জন্য , তার প্রমাণ ” সবুজ সাথী” সাইকেল। আজকে যে বাচ্চারা সহজে স্কুলে যাচ্ছে, এবং স্কুল থেকে বাড়ি পৌঁছাচ্ছে তার কৃতিত্ব কিন্তু ” সবুজ সাথীর ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য ভাবেন , তার প্রমাণ এই সবুজ সাথী সাইকেল। যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন , এবং যাদের সামর্থ্য নেই তাদের সন্তানদের জন্য মজবুত ভবিষ্যৎ তৈরি করা তাদের জন্য অপরিহার্য এই সবুজ সাথী সাইকেল। আমি অভিনন্দন জানাচ্ছি সেই সকল ছাত্র-ছাত্রীদের যারা সবুজ সাথী সাইকেল পেলেন। আপনারা সবাই আপনাদের ভবিষ্যৎ সুন্দর তৈরি করুন এই আশা এবং কামনা করি। আমাদের উপস্থিত আপনাদের কাছে সব সময় থাকবে, ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান যাওয়ার সবুজ সাথী সাইকেলে চেপে সবাই যখন স্কুলে আসবে সত্যিই ভালো লাগবে আমাদের, কাউন্সিলর এবং এম এমআইসি শ্রাবণী দত্ত জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুঃস্থদের এবং গরিবদের জন্য ভাবেন প্রমাণ এই সবুজ সাথী সাইকেল। আমি নিজে অত্যন্ত ভাগ্যবান মনে করছে নিজেকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। ছোটদের আমি বলব তোমরা সবাই সুন্দরভাবে তোমাদের ভবিষ্যৎ তৈরি কর, পড়াশোনা করো এবং মানুষের মত মানুষ হও।