বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ চলে গেছে পাকিস্তানপন্থী ধৰ্মীয় মৌলবাদীদের হাতে। আর শুরু হয়েছে ভারত ও হিন্দু বিরোধী প্রচার। বাংলাদেশের বেশ কয়েকজন জঙ্গি ভারতে নাশকটা চালানোর চেষ্টা করে ইতিমধ্যে ধরা পড়েছে।
ফলে ভিসা নিয়ে ভারতকে অনেক কড়া হতে হয়েছে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের নাগরিকরা ভালো চিকিৎসার জন্য ভারতে বিশেষ করে কলকাতায় আসতেন। এখন তাদের কিছুটা সমস্যা হয়েছে ভিসাগত কারণে। ফলে ভারতের ভিসা না পেয়ে এবার অন্য দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশে উন্নত চিকিৎসা না থাকায় চিকিৎসার প্রয়োজনে এবার বিকল্প দেশের খোঁজ করছেন বাংলাদেশিরা। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেইলিস্টারে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশিরা থাইল্যান্ডে যাচ্ছেন ভারতের বদলে। থাইল্যান্ড যাওয়ার অন্যতম কারণ হল সহজ ই-ভিসা আবেদন প্রক্রিয়া।
কিন্তু প্রশ্ন উঠেছে ভারতে যে উন্নত চিকিৎসা তারা পাবে, তা কি থাইল্যান্ডে পাবে? থাইল্যান্ডে যাওয়ার অন্যতম কারণ চিকিৎসার সঙ্গে ভ্রমণ। তবে তা ধনী মানুষদের জন্য। দরিদ্র বা মধ্যবিত্তদের তাকিয়ে থাকতে হচ্ছে কলকাতার দিকে। দ্য ডেইলিস্টারে প্রকাশিত খবর অনুযায়ী, গত দুই থেকে তিন মাসে থাইল্যান্ডে মেডিকেল ভিসা পেতে আগ্রহী বাংলাদেশির সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। দ্য ডেইলিস্টারে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকায় থাই মেডিকিউর অফিসের সিনিয়র এক্সিকিউটিভ নাজনীন আক্তার সৃষ্টি বলেন, ‘সেপ্টেম্বর থেকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক রোগীর সংখ্যা ছিল ৩০ শতাংশের বেশি।’প্রতি বছর বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন ভারতে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপড়েন চলায় ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশিদের। তাই তাদের নতুন ডিস্টিনেশন – থাইল্যান্ড।