বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, আর সেই আনন্দেই মানুষ। গত দুদিন ধরে দার্জিলিংয়ের তাপমাত্রা মাইনাস এর কাছাকাছি চলে গেছে। ঠান্ডায় গরম জামা কাপড়ের দাম বেড়ে গেছে, অনেকটাই।
দার্জিলিংয়ের আবহাওয়া অনেকটাই নেমে গেছে। গোটা দার্জিলিং জুড়ে এখন পর্যটকদের আনাগোনা। শীতকাল আসলে দার্জিলিং সেজে ওঠে। গত কয়েক দিন ধরে দার্জিলিঙে ঠান্ডা না পড়ায় হতাশ হয়ে গিয়েছিলেন পর্যটকেরা। গত দুদিন ধরে আবার অনেকটাই পরিবর্তন ঘটে গেছে দার্জিলিং এ। ঘুম এবং টাইগার হিলের ভিড় বেড়েছে আগের থেকে অনেকটাই বেশি। গত সাত দিন ধরে, পর্যটক ঘিরে রেখেছে শৈল শহরকে। তবে নিরাশ হয়ে গিয়েছিলেন পর্যটকেরা, ঠান্ডা না পড়ার কারণে। তবে দুদিন ধরে আবহাওয়া, অনেকটাই আনন্দ দিয়েছে তাদের। শৈল শহর আবার আগের আমেজে পৌছে গেছে যে।