বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনের আঙিনা ছেড়ে আনুষ্ঠানিক ভাবে রাজনীতির ময়দানে যোগ দিলেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুন অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছিলেন বাংলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মন্ডল পান্ডেরও।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Ex Justice Abhijit Ganguly) বিজেপি যোগ লোকসভা নির্বাচনের আগে দলের শক্তি বাড়াবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) বলেন, বর্তমানে বাংলার রাজনীতিতে এমন মানুষের প্রয়োজন ছিল। এরপর সবাই মিলে পরিবর্তনের ডঙ্কা বাজাতে পারব বলে দাবি বিরোধী দলনেতা।

যদিও প্রাক্তন বিচারপতির বিজেপি যোগ নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, প্রথম থেকেই আমরা বলে আসছিলাম প্রাক্তন বিচারপতির রাজনীতি যোগের কথা। বিষয়টি আদালত অবমাননা বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি প্রাক্তন বিচারপতি (Ex Justice) ।

বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নে জানান, সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি। সবথেকে খুশির ব্যাপার এটাই। শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে কাজ করব। যা দায়িত্ব দেওয়া হবে তাই করব বলেও মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি অফিসে নিয়ে আসতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছে যান অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। তাঁরাই সঙ্গে করে তাঁকে সঙ্গে নিয়ে আসেন। বিজেপি পার্টি অফিসে পৌঁছানো মাত্র পুষ্পবৃষ্টি এবং শঙ্খধ্বনি শুরু হয়ে যায়। বিজেপি নেতা-কর্মীদের প্রবল উচ্ছ্বাসে সল্টলেকের বিজেপি দফতরের অনেক আগেই গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অবসরপ্রাপ্ত বিচারপতি।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিজেপিতে যোগদানের কথা বলেন তিনি। সর্বভারতীয় দল হিসাবে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত বলেও জানান প্রাক্তনব বিচারপতি। শুধু তাই নয়, তৃণমূল সরকার দুর্নীতিবাজ দল বলেও তোপ দাগেন। ‘ একই সঙ্গে তালপাতার সিপাহী বলেও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

সুত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র (Lok Sabha Election 2024) থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Ex Justice Abhijit Ganguly) । যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বঙ্গ বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *