বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সময়টা খুব গুরুত্বপূর্ণ। যেই সময় বাংলাদেশে বিএনপির বেশ কিছু পাকিস্তানপন্থী মৌলবাদী ক্রমাগত ভারত বিরোধী কথা বলে চলেছে, ঠিক সেই সময় মধ্য প্রদেশের একটা প্রশিক্ষণ শিবিরে আসছেন বাংলাদেশের ৫০ জন বিচারক।
জানা গিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শে ভারতে বিশেষ প্রশিক্ষণ নিতে আসবেন ৫০ জন বিচারক। আগামী ১০ ফেব্রুয়ারি তাঁরা ভারতে পা রাখতে চলেছেন। বিষয়টা বেশ চমকের তাতে সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের আসল লক্ষ্য ভারতের বিচার ব্যবস্থাকে অনুসরণ করা। ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য ভোপালে পৌঁছচ্ছেন বাংলাদেশের বিচারকদের ওই টিম। মধ্যপ্রদেশে আগামী মাসে পৌঁছে যাচ্ছে এই বিচারকদের টিম। জানা গিয়েছে, এই বিশেষ প্রশিক্ষণের জন্য, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের ভোপালে পাঠাচ্ছে বাংলাদেশ। একটা বিষয় যথেষ্ট পরিষ্কার যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও সাবালক হয় নি।
সূত্রের খবর, আগামী মাসের ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন বাংলাদেশের এই বিচারকরা। বাংলাদেশে মহম্মদ ইউনুসের সরকারের আইন মন্ত্রকের উপসচিব (প্রশিক্ষণ) আবুল হাসনতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রশিক্ষণের বিষয়টি জানানো হয়। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করছে ভারত সরকার। একথাও জানিয়েছে ঢাকা। ইউনুস সরকার জানিয়েছে, এই গোটা প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সরকারের কোনও আর্থিক ‘সংশ্লিষ্টতা’ নেই। ভারত চিরকাল বাংলাদেশের সঙ্গে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলেও গত কয়েক মাস ধরে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে ভারত বিরোধিতা শুরু করেছে।