বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:চিন থেকে ছড়িয়ে পড়া কোভিদ -19এর স্মৃতি এখনও মানুষ ভুলতে পারে নি। আর ঠিক সেই সময় সমস্ত চিনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস HMVP. সোমবার প্রথমে ভারতের বেঙ্গালুরু ও পরে আমেদাবাদে একাধিক শিশুর শরীরে পাওয়া গেছে ঐ ভাইরাস। এবার কলকাতার সেই ভাইরাসের উপস্থিতি সামনে আসলো।

 

কলকাতার আগে দেশের তিন শিশুর শরীরে HMVP ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের। এদিন সকালেই ওই তিনশিশুর এইচএমপি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই তিন শিশুর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তারা আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেল হল। সাড়ে ৫ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। কিন্তু কিভাবে আসলো এই ভাইরাস তা এখনও স্পষ্ট নয়।

পরিবার সূত্রে জানা গেছে, কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বইয়ে থাকে। ওই শিশুর পরিবার নভেম্বরে মুম্বই থেকে কলকাতায় আসে। সেইসময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপি ভাইরাসের রিপোর্ট পজিটিভ। কিন্তু নভেম্বরে ঐ ভাইরাসে আক্রান্ত হলে এতদিন পর্যন্ত সে তা বহন করেছে – এই তত্ত্ব চিকিৎসকেরা মানতে চাইছেন না। কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এই নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানালেন চিকিৎসক সুমন পোদ্দার। তিনি বলেন, HMP ভাইরাস নতুন নয়। এখনই উদ্বেগের মতো কিছু হয়নি। তবে সাবধানে থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে আর মাস্ক মাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *