বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সিদ্দিকুল্লা চৌধুরী সম্পর্কে বিজেপির বক্তব্য – তিনি সাম্প্রদায়িক মানসিকতার মানুষ। এমন কি সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাঁর মুখে কোনো কথা শোনা যায় নি।
তিনিই আগে ফিরাদ হাকিমকে চ্যালেঞ্জ করে বলেছিলেন -‘ববি হাকিম রাজনীতিতে আমার চেয়ে অনেক বড়। কিন্তু মুসলমানদের নিয়ে লড়াই আন্দোলনে আমার সংগঠনের ধারে কাছে কেউ নেই।’ সেই কথা নিয়ে তখন বিতর্ক কম হয় নি।
শুক্রবার সংখ্যালঘু বিত্তনিগমের সভায় মন্ত্রীর মুখে আবার সেই চ্যালেঞ্জ এর সুর। তিনি বলেন, “আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি, জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে। এত বড় কথা বলে গেলাম।” এতে যে শাসক দলের বিড়ম্বনা বাড়লো তাতে সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ঘুরিয়ে সংখ্যালঘু উন্নয়ন নিয়েই প্রশ্ন তুললেন সিদ্দিকুল্লা। এর আগে ওয়াকফ ইস্যুতে জমিয়তে উলেমার অন্যতম মুখ তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে দলের অবস্থানের একটা দূরত্ব তৈরি হয়েছিল।