বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একদিকে বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও অন্যদিকে বাংলার মন্ত্রী সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়।

 

তার পরের ঘটনা মানুষকে লজ্জা দেবে। জানা যাচ্ছে, কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ। তখন বাবুল সুপ্রিয় পার্ক সার্কাস থেকে দ্বিতীয় হুগলি দিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ে হঠাৎ পিছনের গাড়ি থেকে এক ব্যক্তি জোরে হর্ন দিতে থাকেন। তখন চালকের আসনে ছিলেন বাবুল নিজেই। তিনি মুখ বাড়িতে প্রশ্ন করেন, “কেন এত হর্ন দিচ্ছেন?” পিছনের গাড়িতেই ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুলের অভিযোগ, তিনি হঠাৎই বাবুলের উদ্দেশে বেশ কিছ অশ্লীল শব্দ প্রয়োগ করেন। আর তাতেই মারাত্মক চটে যান বাবুল। গাড়ি থেকে বেরিয়ে আসেন। সাংসদের গাড়ি থেকে চালকও নেমে আসেন। কিন্তু সাংসদ গাড়ি থেকে নেমে আসেননি। তিনি কোনও মন্তব্যও করেননি।

বাবুলকে বলতে শোনা যায়, “আপনি হর্ন বাজান, হুইস্কি খেয়ে গাড়ি চালান, চাপা দিয়ে চলে যান সে আপনার ব্যাপার। কিচ্ছু বলার নেই। কিন্তু এ শব্দ (লেখার অযোগ্য শব্দ) কে বলে? আপনি ভগবানের ইমেজ নিয়ে চলছেন! আপনি যা করছেন সবই ইলিগ্যাল।” দ্বিতীয় হুগলি সেতুতে ততক্ষণে যানজট তৈরি হয়ে গিয়েছে। ছুটে যান হেস্টিংস থানার তাবড় পুলিশ কর্তারা। শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতু সাক্ষী থাকল বাংলার এক মন্ত্রী ও এক সাংসদের বেনজির ঝামেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *