বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘোষণা হয়ে গেল ভারতের অন্যতম খেলা রত্ন পুরস্কার – মেজের ধ্যানচাঁদ খেলারত্ন পুরস্কার। ২০২৪ খেলার বিভিন্ন বিভাগ থেকে নমিনেশন আসে। শেষ পর্যন্ত কমিটি বেছে নিলেন বিজয়ীদের। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ভারতীয় শ্যুটার মনু ভাকের।

 

কদিন আগেই তাঁর বাবা দাবি করেছিলেন, মেয়ে এই পুরস্কারের জন্য নিজের নাম মনোনীত করেছিলেন। গুঞ্জন ছড়িয়েছিল, ভারতের হয়ে প্যারিসে জোড়া অলিম্পিক্সপদকজয়ী নাম নাকি বাদ পড়েছে খেলরত্ন পুরস্কার প্রাপকের তালিকা থেকে, যদিও সেটা হল না। ক্রীড়ামন্ত্রকের দেওয়া তালিকায় চার জনের মধ্যে মনু ভাকেরের নাম রয়েছে খেলরত্ন পুরস্কার প্রাপক হিসেবে। মনু ভাকেরের মতোই ২০২৪ সালে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে খেলরত্ন পুরস্কার পাওয়ার অন্যতম বড় দাবিদার ছিলেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশ। ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হল, এই দাবাড়ুকেও রাষ্ট্রপতি খেলরত্ন পুরস্কার প্রদান করবেন।সব মিলিয়ে ভারতীয় ক্রীড়া জগতের একটা স্মরণীয় হয়ে রইলো ৩ জানুয়ারী।

মনু ভাকের, দোম্মারাজু গুকেশের মতোই খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে প্যারালিম্পিয়ান প্রবীণ কুমারকে। তিনি গত বছরে প্যারিস প্যারালিম্পিক্সে লং জাম্পে সোনা জিতেছিলেন। অতীতে এশিয়ান প্যারা গেমসেও তিনি সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত হচ্ছেন হকি দলের তারকা হরমনপ্রীত সিং। তিনি দলের নেতাও বটে। ২০২৪ সালে যে ভারতীয় দল অলিম্পিক্সে পরপর দুবার পদক জয়ের নজির গড়ে, সেই দলের সদস্য শুধু নয়, স্ট্রাইকার হিসেবে প্রায় প্রতি ম্যাচেই গোল করে দলকে জিতিয়েছেন হরমনপ্রীত। ১৭ই জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ভারতীয় ক্রীড়াক্ষেত্রের এই সফল ক্রীড়াবিদদের হাতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তুলে দেবেন। রাজভবনে শুক্রবার অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল ১১টায় হবে এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *