বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভবিষ্যৎবাণী করতে পারেন বিশ্বের বড়ো বড়ো দর্শনিকেরা। তাঁরা বর্তমানের প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভবিষ্যতের কথা বলেন। কিন্তু কিছু মানুষ আছেন, যারা কোনো অলৌকিক শক্তি বলেও ভবিষ্যৎবাণী করেন ও তা কখনো কখনো মিলেও যায়।
২০২৫ সালেই শেষ হবে দুনিয়া। তৃতীয়বার বিশ্বযুদ্ধের ঘন কালো মেঘ ঢেকে দেবে বিশ্বের আকাশ। সেই ক্ষণেই নাকি শেষ হবে পৃথিবী, দাবি সেই ‘জীবন্ত নস্ট্রাডামাসের’। নস্ট্রাডামাস ছিলেন ১৫০০ সালের এক ফরাসি জ্যোতিষী। বিশ্বে ঘটা বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, হিটলারের আগ্রাসন, ওয়ার্ড ট্রেড সেন্টারে সন্ত্রাস হামলা, এই সবই নিজের সময়ে দাঁড়িয়ে কবিতার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন তিনি। সে তো গেলো প্রাচীন নস্ট্রাডামাস।
এবার আসা যাক আধুনিক নস্ট্রাডামাসের কথায়। তৃতীয় বিশ্বযুদ্ধে ভবিষ্যদ্বাণীটা করলেন এ যুগের ‘নস্ট্রাডামাস’ নিকোলাস অজুলা। বর্তমানে ইংল্যান্ডের লন্ডনের বাসিন্দা তিনি। তিনি বলেন, ‘২০২৫ সালেই হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি এমন একটি বছর যখন মানুষ নিজেদের সাধারণ বুদ্ধি হারাবে। ধর্মের নামে একে অন্যের গলা কাটতে মানুষের হাত কাঁপবে না। সন্ত্রাস, অশান্তি বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়বে।’ শুধু তা-ই নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের পাশাপাশি চলতি বছরে বিশ্বে নামবে বিরাট প্রাকৃতিক দুর্যোগ, দাবি নিকোলাসের। তিনি আরও বলেন, ‘নতুন বছরে বানভাসি হবে বিশ্ব। নষ্ট হবে প্রকৃতি। বন্যায় ঘরছাড়া হবে সাধারণ মানুষ। বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। যার জেরে জলের তলায় তলিয়ে পড়বে একের পর এক শহর।’ তবে এটিই প্রথম নয়। এর আগে করোনা মহামারি সংক্রমণের এক বছর আগেই আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন নিকোলাস। তাই অনেক মানুষ শঙ্কিত। অনেকেই তাকে বিশ্বাস করেন। বিশ্বাস করেন তার ভবিষ্যৎবাণীকে।