বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চমকে যাওয়ার মতো খবর। আবার কি বিশ্বে ফিরে আসছে ডাইনোসর? আপাত দৃষ্টিতে তার সমর্থন কিন্তু পাওয়া যাচ্ছে। চিন্তিত প্রাণী বিজ্ঞানীরা। ইংল্যান্ডেও পাওয়া গেল ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ।

 

প্রায় ২০০টি ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এর আগে যুক্তরাজ্যে এত বড় ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া যায়নি বলেই মনে করা হচ্ছে। অক্সফোর্ড এবং বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষকদের দল, মধ্য ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের একটি কোয়ারিতে এই পায়ের ছাপ আবিষ্কার করেছে। এক শ্রমিক ওই জায়গায় যন্ত্রের সাহায্যে খনন কাজ চালানোর সময় হঠাৎ অস্বাভাবিক গর্ত দেখতে পায়। বিবিসির একটি তথ্য চিত্র অনুসারে এর পরেই আবিষ্কৃত হয় পায়ের ছাপ। ছুটে আসেন বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞরা। তাঁরা সেই পায়ের ছাপ পরীক্ষা করে সিদ্ধান্তে আসেন যে সেই ছাপ খুব পুরোনো নয়।

ওই স্থানে পাঁচটি বিস্তৃত ট্র্যাকওয়ে রয়েছে। যার মাধ্যমে সবচেয়ে দীর্ঘতম ট্র্যাকটির দৈর্ঘ্য ১৫০ মিটার বা ৪৯০ ফুটেরও বেশি। গবেষকদের দাবি এই ছাপ গুলি চারটি লম্বা গলা বিশিষ্ট্য তৃণভোজী ডাইনোসরের, যা সেটিওসরাস গোত্রের। বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষকদের মতে পঞ্চম ছাপটি মাংসাশী মেগালোসরাস গোষ্ঠীর অন্তর্গত ডাইনোসরের। ৯ মিটার লম্বা এই ডাইনোসর বিশেষ করে এঁদের হিংস্র স্বভাব পায়ের তিনটি আঙুল বিশিষ্ট নখের জন্য পরিচিত। অক্সফোর্ড ইউনিভার্সিটির মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অধ্যাপক এমা নিকোলস এই বিষয়ে বলেন, “এক জায়গায় এতগুলো ডাইনোসরের ট্র্যাক খুঁজে পাওয়া বিরল।” এর আগেও এই এলাকায় ১৯৯৭ সালে কিছু ছোট ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *