বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সিরিয়া এখন বিদ্রোহীদের দখলে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ রাশিয়ার নিরাপদ আশ্রয়ে। কিন্তু সেই অবস্থাতেও আসাদ কিন্তু সম্পূর্ণ নিরাপদে নেই। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই তথ্য দিচ্ছে।
এক প্রাক্তন রুশ গুপ্তচরের দাবি, মস্কোতেই নিজের অ্যাপার্টমেন্টে তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ভয়ংকর কাশিতে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় তাঁর। ভাগ্যের জোরে প্রাণরক্ষা হয়েছে আসাদের। এই খবর প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রাশিয়ায় কোনও গুপ্তঘাতক রয়েছে? ষড়যন্ত্রের নেপথ্যে কি তুরস্ক? ইতিমধ্যে সিরিয়ার মাথা থেকে হাত তুলে নিয়েছে পুতিন। স্বাভাবিক কারণেই এই মুহূর্তে আসাদ অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার নিজের অ্যাপার্টমেন্টেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আসাদ। এই ঘটনায় ওই প্রাক্তন রুশ গুপ্তচর ‘জেনারেল এসভিআর’ নামে এক এক্স হ্যান্ডেলে দাবি করেন, ‘রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাঁর ভয়ংকর কাশি শুরু হয়। তারপর কার্যত দম বন্ধ হয়ে আসে। সঙ্গে সঙ্গে এক চিকিৎসককে ডাকা হয়। তাই কোনও বিপদ ঘটেনি। চিকিৎসার পর এখন তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু আসাদকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাঁকে বিষ দেওয়া হয়েছিল। চিকিৎসার সময় নানা পরীক্ষা করা হয়। তাতে তাঁর শরীরে বিষের উপস্থিতি মেলে।’ যত সংশয় এখানেই। প্রশ্ন উঠেছে, কিভাবে তার শরীরে বিষের প্রবেশ ঘটে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।