বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যেই দোষ করুক, বা যারাই দোষ করুক ছাড়া পাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের শেষ যাত্রায় এসে ঠিক এক কথাই জানালেন কলকাতার শ্রী মেয়র ববি হাকিম।
তিনি জানালেন এই ঘটনাকে কোনভাবেই মেনে নেওয়া যায় না, দুলাল সরকার একজন জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, মানুষের পাশে তিনি সারা বছর থাকতেন। যে বা যারা তাকে এইভাবে চক্রান্ত করে মেরে ফেলল তারা কেউ ছাড় পাবে না। ধরা তাদের পড়তেই হবে। ববি হাকিম আরো জানালেন দিনের বেলা এইভাবে এক নরকীয় হত্যাকান্ড ঘটে গেল, স্বাভাবিক ব্যাপার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবেই। তবে সেটা কিছুটা কমবে তখন যখন আত্মতায়ী ধরা পড়বে। আমরা এই ব্যাপারটা দেখছি কত তাড়াতাড়ি আততায়ী ধরা পড়ে। যেভাবে তাকে হত্যা করা হলো, নিন্দায় প্রকাশ করা যায় না। তার পরিবারের কাছে সমবেদনা জানানোর ভাষা আমার নেই, জানালেন ববি হাকিম। তবে খুব শিগগির ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা সবাই দেখব, যাতে দুলাল সরকারের এটা দেখে শান্তি পায়, যে আত্মতায়ী ধরা পড়েছে।