বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হঠাৎ আবার একট ঠান্ডার আমেজ। সকালের দিকে বেশ ঠান্ডা উত্তুরে হাওয়া। বেলা বাড়লে অবশ্য তাপ বাড়তে থাকে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কিছুটা কালো মেঘ ঘিরে রেখেছে। অফিস যাত্রীরা অনেকেই আবার ব্যাগে ছাতা ঢুকিয়েছেন। আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আজ ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা। দক্ষিণবঙ্গে অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আজ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত এই দুই জেলায় হালকা বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজও তেমনই থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর,ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
পূর্বভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা এবার থেকে কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।