বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : ‘সিঙ্গুর আন্দোলন’ কতটা ভালো বা খারাপ ছিল তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু সেই আন্দোলকে স্মরণে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে চালু করেছিলেন ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’।
পূর্ব রেলের এক ঘোষণা অনুযায়ী আজ, ১ জানুয়ারী থেকে বন্ধ হয়ে গেলো সেই ট্রেন। বসে নেই তৃণমূল। বেচারম মান্নার নেতৃত্বে এর প্রতিবাদে সকাল থেকেই শুরু হয়েছে আন্দোলন। আচমকা সেই ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেল। আর তাতেই আপত্তি সিঙ্গুরবাসীর। বেচারাম মান্না বলেন, “এই ট্রেন সিঙ্গুরবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে আছে। বহু মানুষ এই ট্রেনের জন্য উপকৃত হন, এই ট্রেন পুনরায় চালু করার দাবি জানাচ্ছি।” রেল না মানলে, বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, তাদের প্রতিবাদ আন্দোলন চলবে। কিন্তু অন্য কোনো ট্রেন তারা বন্ধ করবে না।
ভৌগোলিকভাবে সিঙ্গুরের অবস্থান এমন জায়গায়, যে স্টেশন দিয়ে ৫২টি গ্রামের মানুষ যাতায়াত করে। ফলে ওই লোকাল ট্রেনে প্রচুর মানুষ যাতায়াত করেন বলেই জানিয়েছেন কৃষিমন্ত্রী। তবে রেল সূত্রে খবর নিয়মিত যাত্রী না হওয়ায় ওই ট্রেন চালিয়ে রেলের অনেক ক্ষতি হচ্ছিল। মন্ত্রীর দাবি, পূর্ব রেল চক্রান্ত করে বন্ধ করেছে। তবে বিক্ষোভ দেখালেও কোনও ট্রেন যাতে না আটকায়, তা নিশ্চিত করেছেন বেচারাম মান্না। এখন দেখার এই আন্দোলনের ফলে পূর্বরেল আবার ওই ট্রেন চালু করে কিনা।