বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথা অনুযায়ী প্রতিমাসের শুরুতেই গ্যাসের মূল্য সূচক নিয়ে আলোচনা করা হয়। ২০২৫ সালের জানুয়ারী মাসে সেই আলোচনায় কিছুটা স্বস্তিতে মানুষ। ১৯ কেজি এলপিজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমেছে ১ জানুয়ারি থেকে।
দিল্লিতে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৮১৪ টাকা। গত ডিসেম্বরে এই সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছিল এবং গত নভেম্বর মাসে ৬২ টাকা বাড়ানো হয়েছিল। বাণিজ্যিক গ্যাসের দাম কমল কিছুটা। সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে দাম কমেছে।
স্বাভাবিক কারণেই প্রশ্ন যে ডোমেস্টিক গ্যাসের দাম কি হলো? না, সে ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন করা ব্য নি। আর ২০২৫-এর শুরুতেই মিলল সুখবর। কিছুটা স্বস্তি ফিরল নতুন দামে। বাণিজ্যক গ্যাসের দাম কলকাতায় হল ১৯১১ টাকা, মুম্বইয়ে ১৭৫৬ টাকা এবং চেন্নাইতে ১৯৬৬ টাকা। সাধারণ বাড়িতে ব্যবহার করা হয় ১৪.২ কেজির সিলিন্ডার। সেই গ্যাসের দামের কোনও পরিবর্তন হচ্ছে না।