বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অমর বলে কিছু হয় নাকি? আমরা জানি জীব বা উদ্ভিদ – যার জন্ম আছে, তার মৃত্যুও আছে। তাহলে ‘অমর গ্রাম’ কথাটার তাৎপর্য কি? এই পৃথিবীতেই এমনও এক গ্রাম রয়েছে যেখানে সকলেই অমর।
শুনতে গল্পকথার মতো হলেও এটাই সত্যি। তাই জন্যই গোটা বিশ্বে বিখ্যাত এই গ্রাম। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত সারপোরেনেক্সে গ্রাম। এই গ্রাম বাস্তবের অমর গ্রাম। মৃত্যু এই গ্রামকে কখনও ছুঁতে পারে না। কিন্তু কী এমন আছে এই গ্রামে? যে মৃত্যুও ছুঁতে পারে না? কে রক্ষা করেন গ্রামবাসীদের? অমর হওয়ার রহস্যটা কী জানেন? সেই রহস্য আছে মানুষের তৈরী একটা আইনের মধ্যে। তাই বলা হয়, ওই গ্রামে মরেও শান্তি নেই।
আসলে গ্রামে আইন করে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। সারপোরেনেক্সের মেয়র জেরাল্ড লালন আইন করে এই নিদান জারি করেন। এখানে নিয়ম গ্রামের মধ্যে কারও মৃত্যু নিষিদ্ধ। কেউ যদি মৃত্যু পথযাত্রী হন বা শরীরের অবস্থা খুব খারাপ হয় তাহলে তাঁকে আগেই গ্রামের বাইরে নিয়ে চলে যেতে হবে। গ্রামের মধ্যেই যদি কোনও ব্যাক্তির মৃত্যু হয়, তবে তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর জন্য শাস্তি ভোগ করতে হয়। এই গ্রামে মরেও শান্তি নেই। মৃত্যুর সময় এলেই তাঁকে বিতারিত করা হয় গ্রাম থেকে। ২০০৮ সালে প্রথম এই আদেশ জারি করা হয়। তারপর থেকে এই গ্রামে আর কারও মৃত্যু হয়নি। কঠোর শাস্তির ভয়ে মৃত্যুর আগেই অসুস্থ ব্যাক্তিকে গ্রাম ছেড়ে অন্যত্র নিয়ে চলে যায় পরিবার পরিজনেরা। ফলে ২০০৮ সালের পরে এই গ্রামে আর কোনও মৃত্যু হয়নি।