বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দ্বীপভূমি ভ্রমণের বাসনা অনেকেরই থাকে। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। এমন মানসিকতার মানুষের জন্যই আজকে আমাদের নিবেদন ‘মাজুলি দ্বীপ’। এটি ব্রহ্মপুত্র নদীকে পরাস্ত করে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ।
মাজুলি দ্বীপ আসাম রাজ্যে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, এটি জোড়হাট শহর থেকে ২০ কিলোমিটার এবং গুয়াহাটি থেকে ৩২৬ কিলোমিটার। মজুমী দ্বীপটি নিমতঘাটের ছোট্ট শহর জোড়হাট থেকে ১২ কিলোমিটার দূরে ফেরি দিয়েই প্রবেশ করা যায়।
দ্বীপটির দুইটি শহর কমলাবাড়ি এবং গরমুর, এবং অনেক ছোটো গ্রামগুলি আড়াআড়ি জুড়ে ছড়িয়ে পড়ে। কামালবাড়ি আপনি প্রথম শহর সম্মুখীন হবে, ফেরি থেকে প্রায় ৩ কিলোমিটার এবং গারামুর মাত্র কয়েক কিলোমিটার দূরে দূরে।
এই দ্বীপে মোট ১৪৪টি গ্রাম রয়েছে স্থানীয় জাতীয় ও উপজাতীয় মানুষ। এখানে উপজাতি, অ-উপজাতি, তফসিলি জাতি বিভিন্নজাতি মানুষ বসবাস করে। কর্মকার মানুষের প্রধান জীবিকা হল চাষাবাদ এবং মাছ ধরা। আরও এই দ্বীপের নাটক নাটকের মুখোশ তৈরি করাও তাদের রুজি রোজগারের ভুল উপায়। মাজুলী দ্বীপকে বৈষ্ণব সংস্কৃতি মুখ্য কেন্দ্র এবং আসামের সাংস্কৃতিক সংস্কৃতি বলা হয়। এছাড়াও এই দ্বীপ মন্দির নগরীপ্যাও বিখ্যাত। বর্তমানে এখানে ২২টি সত্র বা মন্দির রয়েছে।
এই দ্বীপভূমির প্রাকৃতিক রূপ সকলকে মুগ্ধ করে।
যাওয়া – পথের ফ্লাইট এ বা গাড়িতে করে গুয়াহাটি যেতে হবে, তারপর থেকে বা বাসে করে যেতে হবে জোরহাট এবং গতিপথ ফেরী করে মাজুলি দ্বীপ।
থাকা – এখানে থাকার অনেক জায়গা আছে। মোহনীয় মাজুলি রিসোর্ট, ওকেগিগা হোমস, জোনকি পানোই বাঁশের কটেজ, মা বৈষ্ণবী লজ।