বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে আত্মাঘাতী অতুল সুভাষের ঘটনার পরেই সামনে আসে নানা প্রশ্ন। প্রশ্ন ওঠে যে যুগ যুগ ধরে স্বামী দ্বারা পুরুষেরাই নির্যাতিত হচ্ছে বেশি – এই তথ্য ঠিক। কিন্তু বিপরীতটাই কম হচ্ছে না।

 

মহিলাদের একাংশ তাঁদের সুরাক্ষার্থে তৈরি আইনকে হাতিয়ার করে স্বামীদের উপর চাপ সৃষ্টি করেন বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। এবার পুরুষরাও প্রায় একই অভিযোগে সরব হলেন। নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এই দাবি করে সুরাটের আথভান লাইনস সার্কেল এরিয়ায় বিক্ষোভ দেখালেন একদল যুবক। তাঁদের অভিযোগ, সমাজে শুধু নারীরাই নয়, পুরুষরাও অত্যাচারিত হন। তাঁদের প্রতি সুবিচার হয় না। এবার পুরুষদের সুবিচারের দাবিতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদের রাস্তায় নামলেন একদল পুরুষ।

বেঙ্গালুরুতে আত্মঘাতী ইঞ্জিনিয়ার অতুল সুভাষও তেমন পরিস্থিতির শিকার বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। ‘পুরুষ বাঁচাও দেশ বাঁচাও’, ‘আইন সকলের জন্য সমান’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। এছাড়াও তাঁরা ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত কতজন পুরুষ মহিলাদের অত্যাচারের জেরে আত্মহত্যা করেছেন সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পুরুষ কমিশন গঠনের দাবিতে আন্দোলনকারীদের যুক্তি, মেয়েদের উপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখার জন্য মহিলা কমিশন রয়েছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কোনও অত্যাচার হলে তা খতিয়ে দেখার জন্য কোনও সংস্থা নেই। তাই গঠন করা হোক পুরুষ কমিশন। চিরাগ ভাটিয়া নামে আন্দোলনকারী যুবক বলেন, “অতুলের মৃত্যুর পিছনে মিথ্যা মামলা দায়ী। আমরা সেটার বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য নির্দিষ্ট আইন দরকার। অতুলের সুবিচার পাওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *